Elevate Your Brand with Stunning Social Media Designs & Scroll-Stopping Facebook Ads!
Stand out online with eye-catching social media designs and compelling Facebook ad copy. Whether you're looking to boost engagement or drive sales, our creative team will craft content that captures attention and delivers results. Let us help your brand make a lasting impression!
আপনি কি জানেন ???
প্লেইন টেক্সট বা আন-প্রফেশনাল ডিজাইনের পরিবর্তে অ্যাট্রাকটিভ সোশ্যাল মিডিয়া ডিজাইন ব্যবহার করা ই-কমার্সের জন্য অত্যন্ত ক্রশাল। কারণ অ্যাট্রাকটিভ ভিজুয়াল খুব দ্রুত এটেনশন গ্র্যাব করে। এবং সেলসের প্রথম ধাপটাই হচ্ছে এটেনশন।
সহজভাবে চিন্তা করুন, একজন কাস্টমার যখন ফেইসবুকে যায়, সে কি অ্যাড দেখতে যায়? সে ফেইসবুকে যায় তার ক্লোজ মানুষদের খোজখবর নিতে, তাদের সাথে চ্যাট করতে, তারা নতুন কি পোস্ট করেছে তা দেখতে। সেখানে হঠাৎ যখন তার সাথে আপনার পোস্ট বা অ্যাডটা আসবে সে কি বিরক্ত বোধ করবে না? আপনার সামনে যখন রেন্ডমলি কোনো অ্যাড চলে আসলে আপনি কি বিরক্ত হন না?
এখন কস্টমার যদি বিরক্ত হয়ে আপনার পোস্ট বা অ্যাড স্কিপ করে চলে যায় তাহলে তার সামনে অ্যাড দিতে আপনার যেই টাকাটা খরচ হয়েছে পুরোটাই জলে গেল। আর যদি সে ক্রস (✖️) বাটনে ক্লিক করে আপনার পোস্ট বা অ্যাড কেটে দেয় তাহলে তো আর কথাই নেই। ফেইসবুকের AI এটাকে নেগেটিভ সাইন হিসেবে ধরে নিবে এবং আপনার অ্যাডের উপর বাজে প্রভাব ফেলবে।
তাই কোনোভাবেই শুধু রিটেন পোস্ট বা বাজে গ্রাফিক্সের ছবি পোস্ট করা বা তা দিয়ে অ্যাড দেওয়া উচিত না।
অ্যাই-ক্যাচি প্রফেশনাল লুকিং ডিজাইন দ্রুত কাস্টমারের এটেনশন ক্যাচ করতে পারে। তাই স্কিপ করার টেন্ডেন্সি অনেক কমে যায়। কাস্টমার পার্চেস যদি নাও করে, অন্তত একটু থেমে আপনার পোস্ট বা অ্যাডটি দেখবে। যা সেলসের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সেলসের জন্য ডিজাইন শুধু আকর্ষণীয় হওয়াটাই যথেষ্ট না। সাথে সেটা মার্কেটিং ফ্রেন্ডলি হওয়াটাও জরুরী। ডিজাইন যদি কোনো মার্কেটারের পরামর্শে তৈরি হয় তাহলেই সেটা প্রোপারলি সেল জেনারেট করতে পারবে।
কেন আমাদের থেকে ডিজাইন বানাবেন?
মার্কেটিং ফ্রেন্ডলি
ডিজাইনগুলো ডিজিটাল মার্কেটারদের পরামর্শে তৈরি করা হবে। তাই ডিজাইনগুলো শুধু আকর্ষণীয়ই না, মার্কেটিং ফ্রেন্ডলিও হবে ইনশাআল্লাহ্। যাতে আপনার মূল লক্ষ্য, সেলস, কোনোভাবেই মিস না হয়।
আনলিমিটেড রিভিসনস
ক্লায়েন্ট সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমরা কাজ ক্লোজ করবো না। ডিজাইন ফুললি কাস্টমাইজ করতে পারবেন।
সাশ্রয়ী
মার্কেটের অন্যান্যদের তুলনায় আমাদের সার্ভিস চার্জ অনেক কম। যা নতুন উদ্যোক্তাদের জন্য অনেক হেল্পফুল। এতো কম খরচে মার্কেটিং ফ্রেন্ডলি কোয়ালিটিফুল ডিজাইন অন্য কোথাও পাওয়াটা প্রায় অসম্ভব।